জাতীয় বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক
বাংলা আর্কাইভFriday, February 07, 2025
0
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সম্মেলন কক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এ তথ্য জানিয়েছন।
বিজ্ঞাপন
দেশের খ্যাতনামা এ দুইটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও নানাবিধ শিক্ষা কার্যক্রম সংক্রান্ত ভবিষ্যত সহযোগিতার জন্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. জাকারিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং বিভাগীয় প্রধান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের অধীনে সমঝোতা স্মারকটি সম্পাদিত হয়েছে।