জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেডউন্নয়ন) পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের ফরম ফিলাপ ২০২৫ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ।
প্রকাশিত ফরম পূরণের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেডউন্নয়ন) পরীক্ষার ফরমপূরণ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২০ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত করা যাবে।নিম্মে বিস্তারিত দেওয়া হয়েছে।
- আবেদন ফরম পূরণের শুরু ও শেষ তারিখ: ১৯-০২-২০২৫ থেকে ১৫-০৩-২০২৫ পর্যন্ত
- ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ: ১৭-০৩-২০২৪ রাত ১১:৫৯ মি. পর্যন্ত
- টাকা জমা দেয়ার শেষ তারিখ: ১৮-০৩-২০২৫ থেকে ২০-০৩-২০২৫ বিকাল ৪:০০ টা পর্যন্ত।
- ওয়েবসাইট : https://www.nu.ac.bd/
পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী:
ক) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত যে সকল শিক্ষার্থী ২০২২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Promoted হয়েছে সে সকল শিক্ষার্থী নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
খ) ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে নিবন্ধিত যে সকল পরীক্ষার্থী অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় এক বা একাধিক কোর্সে F গ্রেড প্রাপ্ত হয়েছে অথবা অনুপস্থিত রয়েছে তারা ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় ঐ সকল কোর্সে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
গ) ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী যারা ২০২২ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় Promoted হয়েছে সে সকল পরীক্ষার্থী ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবেন।
ঘ) শুধুমাত্র ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের এক বা একাধিক কোর্সে F গ্রেড প্রাপ্ত (অকৃতকার্য) পরীক্ষার্থীদের বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য সর্বমোট ৫০০০/- (পাঁচ হাজার) টাকা বিশেষ ফি (এক বা একাধিক কোর্সের জন্য।’ গ্রেড প্রাপ্ত সমভাবে) প্রদান সাপেক্ষে আবেদন ফরম পূরণ করতে পারবেন। রেজিস্ট্রেশন নবায়নের কোন প্রয়োজন হবে না।
উল্লেখ্য, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের কোন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থ হলে অথবা অংশগ্রহণ করে পুনরায় অকৃতকার্য হলে অথবা ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে পরবর্তীতে তারা কোন অবস্থাতেই পরবর্তী বছর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করতে পারবেন না।
অনলাইনে আবেদন ফরম পূরণের পদ্ধতি (পরীক্ষার্থীদের জন্য):
ক) আবেদনকারীকে নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://ems.nu.ac.bd/student-login)-এ প্রবেশ করে নিজের রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী ফরম পূরণের আবেদন করতে হবে। আবেদন ফরম
পূরণ প্রক্রিয়া সম্পন্ন হলে, অনলাইন থেকে একটি আবেদন ফরম প্রিন্ট করে নিতে হবে। পূরণকৃত ফরমটিতে পরীক্ষার্থীর বিষয় কোড এবং ফি উল্লেখ থাকবে। ফি সহ প্রিন্টকৃত কপি আবেদনকারীকে কলেজের স্ব-স্ব বিভাগে জমা দিতে হবে। বিষয়কোড ভুল পূরণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
খ) আবেদন ফরমে কোন প্রকার ভুল হলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ফরম Cancel করে পুনরায় আবেদন ফরম Download করতে হবে।
গ) আবেদনকারীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।